Eastmedinipur

Apr 06 2023, 19:57

*পঞ্চায়েত ভোট নিয়ে আবার কোর্টে যাওয়ার কথা শোনালো শুভেন্দু*


কোলাঘাট: পঞ্চায়েতের রিজার্ভেশন নিয়ে কোর্টে আবেদন করেছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হাই কোর্টের রায়কে আপাতত মান্যতা দিতে হবে। ভোট কাছে, আমরাও ভোট চাই তবে ভোট প্যারা মিলিটারি ফোর্স ও নমিনেশন নিয়ে আমি আবার আবেদন করবো কোর্টের কাছে। সে রাস্তা আমার খোলা আছে।

বৃহস্পতিবার বিকেলে কোলাঘাটের দেঁড়িয়াচক গ্রামে গোবর্দ্ধনধারী জীউর রথযাত্রায় যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন মন্দির থেকে গোবর্দ্ধনধারী জীউকে এনে রথে তুলেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে রাজ বেসে, মাথায় মুকুট দিয়ে রথের দড়ি টানেন। পাশাপাশি এদিন ডিএ নিয়ে তিনি বলেন সরকার বয়ে টাকা দিয়ে দিক তাহলে আন্দোলনকারিরা তাদের আন্দোলন তুলে নেবে। আন্দোলন এমন জায়গায় পৌঁচেছে তাতে ১ শতাংশও ছাড়তে রাজি নয় আন্দোলনকারিরা।

Eastmedinipur

Apr 06 2023, 19:24

*বিজেপির প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেওয়াল লিখন*


মহিষাদল : ৬ ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। দেশ জুড়ে সেই প্রতিষ্ঠা দিবস বিভিন্ন আঙ্গিকে পালন করে বিজেপি। বিজেপির প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় কমিটি নির্দেশে রাজ্যে, জেলায়, ব্লকে দেওয়াল লেখন কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকেও আসন্ন পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভাকে কেন্দ্র করে আগামী ২০২৬ সাল পর্যন্ত দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে।

এদিন মহিষাদল ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল দখলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি সহ জেলা ও ব্লক কমিটির সদস্যরা। তবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনার আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ ও দেওয়াল লিখন  নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। যে দিলের সংগঠনের ঠিক নেই।দল ঘোষনার আগে কেউ বা কারা নির্বাচন ঘোষনার আগে প্রার্থী তালিকা ঘোষনা করে দিচ্ছে। জেলা সভাপতি নিজেও জানেনা।

সেই দলের কর্মীরা আগে থেকে দেওয়াল লিখলেও কোনো কাজে লাগবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করে চলেছে তাতে সাধারণ মানুষ আমাদের সাথেই আছে। ভোটের সময় তার পরিচয় পাওয়া যাবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষনা আগে দেওয়াল লিখন শুরু করছে কিন্তু প্রার্থী খুঁজে না পেলে তখন আমাদের সাহায্য করতে হবে।

তবে শাসকদলের বিধায়কের এই ধরনের মন্তব্যের পালটা জবাবদেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, শাসকদল অনেক ব্যাকফুটে আছে। তাই এই ধরনের ভুলভাল বলছেন।

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে জনপ্রতিনিধিরা দেওয়াল লেখনের কাজ শুরু করার। সেই মতো কাজ শুরু হয়েছে।পাশাপাশি শাসদলের গোষ্ঠী কোন্দলের কথাও তুলে ধরে বলেন, কয়েদিন আগে জেলায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত নন্দকুমারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য যে গেট করা হয়েছে সেখানে দলের দুটি গোষ্ঠীর ছবি ফুটে উঠছে।

পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষনা না হলে রাজ্যে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তা পরিস্কার।

Eastmedinipur

Apr 06 2023, 12:33

*বাংলায় সমস্ত অশান্তি সৃষ্টি করার মূলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় অবাদ ও শান্তিপূর্ণ ভোট হবে না-শুভেন্দু*


নন্দীগ্রামঃ একদিকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস অন্যদিকে হনুমানজয়ন্তীর অনুষ্ঠানে বৃহস্পতিবার নন্দীগ্রামে উপস্থিত হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বাংলায় অশান্তি সৃষ্টি মূলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ভোটে জেতার জন্য তার চুরির লাইসেন্স করার জন্য নানা অনুমোদন দিয়ে চলেছে যার ফলে অশান্তি সৃষ্টি হচ্ছে।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার বিষয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় অবাদ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হবে না। প্যান্টের পেছনে তালি লাগানো, হাঁটু ছেঁড়া, লাল চুল কানে দুল বাহিনী, বাইক বাহিনীর অত্যাচার আমরা দেখেছি। তাই তারা আগামী দিনেও লুট করতে পারে অতএব কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাদ ও শান্তিপূর্ণ ভোট এখানে সম্ভব নয়। পাশাপাশি রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ধিক্কার জানান শুভেন্দু।

Eastmedinipur

Apr 05 2023, 17:44

*যুব উদ্যোক্তা হিসেবে মৎস্য ক্ষেত্রে সুযোগ ও সম্ভাবনা বিষয়ক অভিনব কর্মশালা*


আর্থিক উন্নয়নে মৎস্য চাষ একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। মাছ চাষ ও মৎস্য আহরনে নন্দীগ্রাম-১ ব্লক এক সাবলীল ভূমিকা নিচ্ছে। নন্দীগ্রাম এলাকার হলদি- হুগলি নদী মোহনা সহ মিষ্টি-ঈষদ নোনা জলের মৎস্য-কাঁকড়া-চিংড়ি চাষে উন্নতির সম্ভাবনা প্রবল।

সেই বিষয়টিকে বিবেচনা করেই মৎস্য শিল্পে যুব উদ্যোক্তা তৈরিতে ৫ই এপ্রিল ২০২৩ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে " যুবকদের জন্য জলজ ও মৎস্য চাষে উদ্যোক্তা উন্নয়ন" বিষয়ক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সীতানন্দ কলেজের অধ্যক্ষ ডক্টর সামু মাহালি, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকাগন।

 এদিনের এই অভিনব কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। মাছ চাষ করে যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

সেই সুযোগ কাজে লাগাতে হবে। মৎস্য কেন্দ্রীক উদ্যোগ, প্রকল্প ও সরকারি সহায়তা বিষয়ক তথ্যচিত্র সহ সামগ্রীক মৎস্যখাতের বিষয়ে সুদীর্ঘ আলোচনা করেন সুমন বাবু। তরুণ-তরুণীদের জন্য সামুদ্রিক, অভ্যন্তরীণ মৎস্য ও জলজ চাষে সম্ভাব্য ফিশারিজ এবং অ্যাকুয়াকালচার সিস্টেমের মাধ্যমে অ্যাকুয়াপ্রেনিউরশিপ উন্নয়ন সুযোজ ও সম্ভবনার দিকটি তুলে ধরেন। বিজ্ঞানে স্নাতক ছাত্রি ছাত্রিদের জন্য বিশেষ প্রকল্প “জলজ প্রাণীর রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগার” , “জল-মাটি পরীক্ষাগার” তৈরির প্রকল্প বিষয়ে আলোচনা করেন। একি সাথে প্রক্লপ রূপায়নে আর্থিক সহায়তার জন্য মৎস্যজীবি ক্রেডিট কার্ড প্রকল্প বিষয়ে বলেন। মৎস্য খাতে এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যে প্রত্যক্ষ ও পরোক্ষ লাভজনক কর্মসংস্থানের সুযোগের বিষয়ও আলোচিত হয়। 

নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অধ্যক্ষ ডক্টর সামু মাহালি আশা প্রকাশ করে বলেন আজ এই মফস্বল প্রত্যন্ত গ্রাম থেকে আগত ছাত্র-ছাত্রীদের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে যে তারা অনুপ্রাণিত হয়েছে।  

কর্মশালার শেষে ছাত্র-ছাত্রীরাও উৎসাহের সঙ্গে বলেন, মৎস্য উদ্যোক্তা, প্রাইভেট ফার্ম ব্যবস্থা এবং বিভিন্ন তথ্য পেয়ে তারা উপকৃত।

Eastmedinipur

Apr 05 2023, 17:42

*সিকিমের তুষার পাতে প্রাণ হারালেন বাংলার এক ছেলে*

সিকিমের তুষার পাতে সাত জনের দলের মধ্যে সরকারি ভাবে মৃত আদি বাড়ি রামনগর বিধানসভার রামনগর থানার বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের মকুন্দপুরের সাগরেশ্বর গ্রামে বাড়ি প্রীতম মাইতির(৩৭)।গত শুক্রবার রামনগরের বাড়িতে গৌরাঙ্গ পুজো কাটানোর পর কলকাতার মানিকতলা বাগমারি একটি আবাসনের থাকেন স্ত্রী শিউলি মাইতি(২৯) ও বছর পাঁচেক পুত্র নিয়ে।

জানা যাচ্ছে গত রবিবার রাকেম কোম্পানি ডিলার দের নিয়ে একটি ভ্রমনে গিয়ে গিয়েছিলেন। পেশাগত কারণে প্রীতম বাবু বিদ্যুৎ পর্ষদের বড় মাপের ঠিকাদার। আরো জানা যাচ্ছে ২০১০সাল থেকে এই পেসার সাথে যুক্ত। ২০১৪ সালে বিবাহ করেন।বাবা পূর্ণ চন্দ্র মাইতি(৬৪) ও জ্যোৎস্না মাইতি(৫৮)। ও একটি বোন রয়েছে সে কলকাতা(cnm)তে মনোরোগ বিশেষজ্ঞ বলে জানা যাচ্ছে। যদিও বাড়িতে মা ও বাবা কাউকে এখনো জানানো হয়নি বলেই জানা যাচ্ছে। এলাকাবাসীরা অবশ্য কোনো ভাবে সংবাদ মাধ্যম কে ঢুকতে বাধা দেয়। গ্রামে এখন শোকের ছায়া।

Eastmedinipur

Apr 04 2023, 18:45

*দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন, এক বছরের মধ্যে উদ্বোধন - মমতা*

দিঘা: সোমবার খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক সভার পর মঙ্গলবার দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশের রাজ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাতে পুরির জগন্নাথ মন্দির রেপ্লিকা উপহার হিসাবে দিয়েছেন। সেই উপহারটি এদিন দিঘার জগন্নাথ মন্দিরে দিয়ে যান। মন্দিরটি পাথর দিয়ে নির্মান হবে। সেই সাথে রথ কাঠের হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটুকু কাজ বাকি রয়েছে তা এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

দিঘায় আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে ১০০ কোটির জগন্নাথ মন্দির, কত দূর এগোল নির্মাণের কাজ?

দিঘা উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিছে, নিউ দিঘা রেলস্টেশন থেকে ওল্ড দিঘাগামী সড়কের পাশে প্রায় ২০ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ ধাম। যাতে ব্যয় হবে ১০০ কোটি টাকারও বেশি।দিঘার জগন্নাথ মন্দিরের নকশা।

ভবিষ্যতে দিঘায় যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি ১০০ কোটি টাকার মন্দির। সেই মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলেছে জোরকদমে। নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা হিডকোর তরফে জানানো হয়েছে, আগামী বছরের শেষ দিকে তৈরি হয়ে যাবে এই মন্দির। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন মানচিত্রে দিঘার স্থান আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলেই আশাবাদী প্রশাসনিক কর্তারা।

দিঘা উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নিউ দিঘা রেলস্টেশন থেকে ওল্ড দিঘাগামী সড়কের পাশে প্রায় ২০ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিডকোর প্রধান বাস্তুকার সুমন নিয়োগী বলেন, ‘‘ইতিমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই মন্দির নির্মাণে ব্যবহার হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বালিপাথর। মন্দিরের মূল অংশটির উচ্চতা হবে ৬৫ মিটার। প্রস্তাবিত প্রকল্পটির জন্য ১০০ কোটি টাকারও বেশি খরচ হবে।’’

Eastmedinipur

Apr 04 2023, 18:43

*তৃণমূল প্রধানের বিরুদ্ধে পোস্টার দলের আদি তৃণমূলের,কটাক্ষ বিজেপির*


মহিষাদল: রাজ্য রাজনীতিতে একটা কথা খুব চাউর। আদি ও নব্য। কি শাসকদল আবার কি বিরোধীদল একে অপরের আদি নব্যদের কথা তুলে ধরছেন। এমনি একটি ছবি ধরা পড়লো মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। মঙ্গলবার বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত এলাকার তেতুল বেড়িয়া এলাকায় বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমতী হালদার ঝাঁটা হাতে দাঁড়িয়ে পাশে এক যুবক এমন একটি পোস্টার দেওয়া রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে " ঝাঁটা হাতে সাধারণ গিরিব মানুষের সঙ্গে অসভ্য ও দুর্ববহাত কারী বেতকুন্ডু অঞ্চলের প্রধান কে - চাই না, চাই না" প্রচারে বেতকুন্ডু অঞ্চল আদি তৃণমূল সমর্থকবৃন্দ। মুখ্যমন্ত্রী যখন জেলার দিঘায় দলিয় সভা করছেন তখন এই ধরনের পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি কয়েকদিন আগে বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমতী হালদারের কাছে স্থানীয় একটি অনুষ্ঠানের জন্য কাঠ চাইতে গিয়ে ঝাঁটা দিয়ে মারধর এবং কুৎসিত ভাষায় কথাবার্তা বলায় আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছিলো। সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতে এবার দলের পক্ষ থেকে পোষ্টার পড়লো। তবে এই পোষ্টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি তপন ব্যানার্জি জানান, আদি অন্তকাল থেকে তৃণমূলের আদি ও নব্যদের কন্দোল রয়েছে। যার বহি:প্রকাশ বারবার সামনে আসে। যেমন বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। দলের নেত্রীর সভাব যেমন তেমনি তার নীচুতলার কর্মীদের তো হবে।

প্রধানের সাথে ফোনে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শন মাইতি জানান, আমি দিঘাতে দলনেত্রীর প্রোগ্রামে আছি। বিষয়টি আমার জানা নেই। জেনে তার পর মন্তব্য করবো। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের আদি ও নব্যদের এই ঘটনা যা চাঞ্চল্য ছড়াচ্ছে রাজনৈতিক মহলে।

Eastmedinipur

Apr 04 2023, 16:13

*পুকুরে স্নান করতে গিয়ে আর ফেরা হল না! মর্মান্তিক পরিণতির শিকার দুই নাবালিকার*


তমলুক: পুকুরে স্নান করতে গিয়ে আর ফেরা হল না! মর্মান্তিক পরিণতির শিকার পাশাপাশি দুই পরিবারের দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ। ওই দুই নাবালিকা দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরে একসঙ্গে স্নানের জন্য নেমেছিল বাড়ির অনতিদূরে একটি পুকুরে। মৃত দুই নাবালিকা ছাত্রীর নাম দীপিকা গায়েন ও সিমরন খাতুন। দুজনেই একই প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের ১ তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে মর্নিং সেশন। অন্য দিনের মতো এদিনও স্কুল থেকে বাড়ি ফিরে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল ওই দুই ছাত্রী তারপরেই তাদের এই মর্মান্তিক পরিণতি। ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত মিরিকপুর গ্রামে। দুজনেই নিকাশি বাজার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। দুজনের বয়স ৮ বছর।

প্রতিবেশীরা জানান, দীপিকা ও সিমরন দুজনের বাড়ি একই পাড়ায়। এদিন স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির অনতিদূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। প্রথমে পুকুরে গিয়ে দেখে সেখানে কেউ নেই।

তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পুকুরে নামেন দীপিকার জেঠু ও তার মা। পুকুরে নেমে খোঁজাখুঁজির পর। জলে ডুবে দীপিকার দেহ উদ্ধার হয়। তারপর পুকুরে জাল ফেলে সিমরনের দেহ উদ্ধার করা হয়। দুজনকেই একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে ডাক্তার বাবুরা। একই পাড়ায় পাশাপাশি দুটি পরিবারের নাবালিকার এই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

Eastmedinipur

Apr 03 2023, 11:46

আজ থেকে চারদিনের সফরে পূর্ব মেদিনীপুরে থাকবেন মুখ্যমন্ত্রী


পূর্ব মেদিনীপুর: আজ থেকে পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মোট চারদিন পূর্ব মেদিনীপুরে থাকবেন মুখ্যমন্ত্রী । এই চারদিনে সফরে প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভা ও করবেন তিনি।

সূত্রে খবর সোমবার সকালে ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পৌঁছাবেন।খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মূলত পূর্ব মেদিনীপুর জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই অনুষ্ঠানের পর খেজুরি থেকেই হেলিকপ্টারে করে দীঘায় পৌঁছাবেন।

সোমবার দীঘায় তেমন কোন কর্মসূচি নেই। মঙ্গলবার দীঘা হেলিপ্যাডের সংলগ্ন ময়দানেই রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজনৈতিকভাবে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এই সভা থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাজনৈতিক বার্তা দিতে পারনে মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাজনৈতিক সভা করার পর বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি দীঘায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবশেষে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই এই চারদিনের পূর্ব মেদিনীপুর সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Eastmedinipur

Apr 02 2023, 19:33

*ফের সমবায় সমিতি নিজেদের ক্ষমতায় রাখল তৃণমূল*

ময়না কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫২ টি সিটে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল ৩২ টি বাম বিজেপি জোট ২০টি আসন পায়। 

ফের সমবায় সমিতি নিজেদের ক্ষমতায় রাখল তৃণমূল। 

ময়না তিন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়। সেখানে তৃণমূলের জয়জয়কার হয়। সারাদিন ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের উচ্ছাস শুরু হয়। অন্যদিকে বাম বিজেপি প্রার্থীরাও জয় লাভ করে উচ্ছসিত।